1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

নিখোঁজ সংবাদ : কচুয়ার মাঝিগাছা গ্রামের ১২ বছরের ইসরাফিল ঢাকার বাসা থেকে নিখোঁজ

  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৩৩৫ বার পড়া হয়েছে
ছবি: হারিয়ে যাওয়া ইসরাফিলের ফাইল ছবি।

:চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের সিরাজ সরকারের ১২ বছরের ছেলে মোঃইসরাফিল সরকার ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার সময় ঢাকার ভাড়া বাসা থেকে হারিয়ে যায়।
মোঃইসরাফিল সরকার তার বাবা মায়ের সাথে ঢাকার দক্ষিন বাড্ডা ময়নার বাগ ,বউ বাজার হালিমের মায়ের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। ওই দিন কাউকে না বলে ইসরাফিল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। আত্মীয়স্বজন ও পরিচিতিজনদের বাসায় খোঁজাখোঁজি করে ইসরাফিলকে কোথায়ও পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল নেভী ব্লু জিন্সের প্যান্ট ও হাতাকাটা কমলা কালার গেঞ্জি।
ছেলেটির গায়ের রং কালো হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল:একটু লম্বা,মাথার চুল : কালো ও ছোট-ছোট, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ ফুট। সে চাঁদপুরের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।
এ ব্যাপারে ইসরাফিলের পিতা সিরাজ সরকার ঢাকার বাড্ডা থানায় ১০ অক্টোবর একটি নিখোঁজ ডায়েরী দায়ের করে, যার নং ৬৭৮।
কেউ সন্ধান পেলে তার বর্তমান অস্থায়ী ঠিকানাঃদক্ষিন বাড্ডা,হালিমের মার বাসা,২য় তলা,ময়নারবাগ বউ বাজার,হোসেন মার্কেট দক্ষিণ দিক থেকে একটু ভিতরে অথবা তার পিতার মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। প্রয়োজনে০১৮৮০৯৯২৬৮১/০১৮৬১০৩৭৩৮৬/০১৮৪৬৯৮৯৭৯৯. উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা গেল।
ছবি: হারিয়ে যাওয়া ইসরাফিলের ফাইল ছবি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার