কচুয়ার কাদিরখিল সমাজ কল্যান যুব সংঘের কার্যালয়ের উদ্বোধন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়া উপলোর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল গ্রামে অবস্থিত সামাজিক সংগঠন”কাদির খিল সমাজ কল্যান যুব সংঘের”এর কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ৬ জুন শুক্রবার বিকেলে ফিতা কেটে নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্যাহ মুন্সি।
উদ্বোধন শেষে সংগঠনের সাধারন সম্পাদক আবুল খায়ের দেওয়ানের পরিচালনায় সংগঠনের উদ্দেশ্য ও বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন,ইউপি সদস্য শাহজালাল সিকদার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. ফরহাদ প্রধানিয়া,সহ-সভাপতি রিপন সরকার,কাউছার সিকদার,আ:মান্নান চৌধুরী,মো. হোসেন সরকার,কাউছার চৌধুরী,প্রবাস থেকে সাবেক সাধারন সম্পাদক মকবুল হোসেন সিকদার,যুগ্ম সম্পাদক ডালিম মুন্সি,সাংগঠনিক সম্পাদক মাহবুব সিকদার,ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান সিকদার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মুন্সি,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাগর চৌধুরী,দপ্তর সম্পাদক কাজী নাজমুল,কোষাধ্যক্ষ মোজাম্মেল মুন্সি,সমাজ কল্যান সম্পাদক শামীম মুন্সি,শিক্ষা বিষয়ক সম্পাদক আ : মতিন সিকদার প্রমূখ। এ সময় বক্তাগন বলেন একটি আলোকিত সমাজ গড়তে শিক্ষা বঞ্চিত ও হতদরিদ্রদের জনগনেকে আর্থিক সহযোগীতা,মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে কাজ করছি। সর্বোপরি কাদিরখিলকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়াই আমাদের মূল লক্ষ্য।
এ সময় সংগঠনের উপদেষ্টা সাহেব আলী সিকদার,কাজী মিজানুর রহমান,মাওলানা আলাউদ্দিন সরকার,তফাজ্জল প্রধানিয়া,ইসমাইল সিকদার,সহ-সভাপতি কাজল সিকদার,সাইফুল সিকদার,গোলাম কিবরিয়া শিপন,শাহীন দেওয়ান,জুয়েল সিকদার,লিটন দরবেশ, মহারাজ মুন্সি,রাসেল প্রধানিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আতিক মুন্সি,সোহেল সিকদার রায়হান,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নাছির কাজী,কাউয়ুম মুন্সি, ইউসুফ সিকদার,সহকারি কোষাধ্যক্ষ হাবিব মুন্সি,সদস্য আরিফ কাজী,সোহেল সিকদার,শাওন কাজী ও বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল প্রধানিয়াসহ সংগঠনের সকল সদস্য ওসুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন কাদিরখিল বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের।
ছবি: কচ’য়ার কাদিরখিল সমাজ কল্যান যুব সংঘের কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করছেন সভাপতি মোহাম্মদ উল্যাহ মুন্সিসহ সংগঠনের সদস্য বৃন্দ।
Leave a Reply