1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কচুয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় প্রবাসীর বাড়িতে গ্রীল কেটে ডাকাতির একাংশ।

কচুয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি ॥
স্বর্নালংকার নগদ অর্থসহ মালামাল লুট
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় প্রবাসী ইঞ্জিনিয়ার রকিবুল হাসান ও খোরশেদ আলমের বাড়িতে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৩টার সময় উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের দক্ষিন পাড়া মজুমদার বাড়িতে ওমান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাড়িতে থাকা প্রবাসীর পিতা আবু তাহের(৬৪) জানান, রাত ৩টার সময় ১২/১৩জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তার বাড়ির উত্তর দিকের রান্না ঘরের জানালার গ্রীল বাহির দিক থেকে কেটে বাসার ভিতরে প্রবেশ করে।ডাকাত দল বাড়িতে থাকা তার স্ত্রী লতিফা বেগম ও তার ছেলে প্রতিবন্ধী মাসুদকে প্রবাসী ছেলে খোরশেদ আলমের স্ত্রী নুরুননাহারের কক্ষে নিয়ে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে ৩ জনের হাত, পা ,মুখ বেঁধে ফেলে।এ সময় বাসার নীচতলার ২টি ও দ্বিতীয় তলার ৩টি কক্ষে থাকা ৭টি স্ট্রিলের আলমিরা ও ৩টি ওয়ারড্রব ভেঙ্গে ৫১ ভরি স্বর্নালংকর ,নগদ সাড়ে ৪লক্ষ টাকা,দুটি মুল্যবান রোলেক্স ঘড়ি ,১টি টাস মোবাইল সেট ও ১টি নরমাল বাটন সেট নিয়ে যায়। আবু তাহের জানান ডাকাত দল স্বর্নালংকার ,নগদ টাকাসহ প্রায় তার প্রায় ১ কোটি টাকার মালামাল নিয়ে যায়এবং বাড়িতে থাকা সিসি ক্যামেরার ডিবি বক্স নিয়ে যায়। গোহট জনকল্যান সংঘের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন বলেন আমাদের এলাকায় এ ধরনের ডাকাতির ঘটনা কখনও ঘটেনাই। ডাকাতদল দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মুখে কাপড় দিয়ে আমার চাচা চাচী ও চাচাতো ভাইকে বেঁধে ডাকাতি করেছে।
সকাল বেলা সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী,সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল মোহাম্মদ রিজুয়ান সাইদ জিকু ও এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, ডাকাতির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে,জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টীমের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ছবি: কচুয়ায় প্রবাসীর বাড়িতে গ্রীল কেটে ডাকাতির একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার