কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রফেসর মুহাম্মদ ইয়াহ-ইয়া খান অধ্যক্ষ হিসেবে যোগদান
বিশেষ প্রতিনিধি ॥কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে দীর্ঘ ১৬ বছর পর অধ্যক্ষ হিসেবে প্রফেসর মুহাম্মদ ইয়াহ-ইয়া খান যোগদান করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার জাহান হেলালীর নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন। এক প্রতিক্রিয়া তিনি বলেন গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে সকল শিক্ষক এক হয়ে কাজ করতে হবে। নকলমূক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দিতে আমরা অংগীকারবদ্ধ। কলেজকে একটি আদশর্ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতা কামন করছি।
এ সময় কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ শিক্ষক পরিষদের সভাপতি আশিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ ইয়াহ-ইয়া খান, সাবেক ৪ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার জাহান হেলালী,সোলেমান মিয়া,শাহ্ মুহাম্মদ জাকির উল্যাহ শাজলী ও মো. সফিকুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মাকসুদা আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার,কলেজের প্রভাষক অপর্ণা রানী দেব,আফরোজুন নাহার,নাজির আহমাদ, খোকন মিয়া,তারেক উল ইসলাম ,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার প্রমূখ। আলোচনা শেষে শিক্ষকদের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময়,কলেজের প্রভাষক আল-মেশকাতুন নাহার,নাছরিন আক্তার,শন্তিরঞ্জন সরকার ,শাকিলা দিলশাদ খানম, শরীর চর্চা শিক্ষক বিপ্লব কুমার সাহা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম , কলেজের অফিস প্রধান আক্তার হোসেন,কম্পিউটার অপারেটর মো.বিল্লাল হোসেনসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসংগত: নবাগত প্রফেসর মুহাম্মদ ইয়াহ-ইয়া খান চাঁদপুর সরকারি কলেেেজর সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ১০ ফেব্রুয়ারী সোমবার কচুয়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি ১৬তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে সরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিন ইউনিয়নের নরিংপুর গ্রামের কৃতি সন্তান।
Leave a Reply