কচুয়ায় আদর্শ ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী ও পি.এস ডে-ক্যাম্পের উদ্বোধন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় আদর্শ ওপেন স্কাউট গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার সকালে পৌরসভার হযরত শাহ নেয়ামতশাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে-ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি স্কাউট কুমিল্লা আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ।এ সময় তিনি বলেন স্কাউটের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জন আমাদের লক্ষ্য। আগামী সুন্দর জীবনের জন্যই স্কাউটিং । আমরা মাথা নিচু করে শিখবো মাথা উচু করে বাচবো।
উদ্বোধন শেষে পি.এস ডে-ক্যাম্প প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের লিডার ট্রেনার ফছিহ্ উর রহমান,কুমিল্লা মুক্তরোভার স্কাউট দলের প্রতিষ্ঠাতা ও আইডিয়অর কলেজের অধ্যক্ষ মো.মহিউদ্দিন লিটন, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার,কচুয়া উপজেলা স্কাউট কমিটির কোষাধ্যক্ষ ও শাহ নেয়ামতশাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইলিয়াছ মিয়া,আদর্শ স্কাউটের সাধারন সম্পাদক বিপ্লাব সাহা,যুগ্ম সাধারন সম্পাদক মো.এমদাদ উল্লাহ,কাব লিডার আবুল কাশেম প্রমূখ । এ সময় কচুয়া উপজেলা আদর্শ স্কাউটের সদস্য ও স্কাউট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডে-ক্যাম্পে স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড নিয়ে বিভিন্ন আলোচনা, সেশন ও পরীক্ষা নেয়া হয়।
Leave a Reply