1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

পাওনা টাকা আনতে গিয়ে লাশ হয়ে ফিরলো ব্যবসায়ী বাশার ॥ মূল আসামী ছালেহ মুসা গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৫৯৬ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় আবুল বাশার হত্যা মামলার গ্রেফতারকৃত প্রধান আসামি ছালেহ মুসা।

হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মহিউদ্দিন॥
কচুয়ায় পৌর বাজারের ইকরা ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধীকারী আবুল বাশার (৩৮) হত্যা মামলার প্রধান আসামি ছালেহ মুসাকে (২০) গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মুসা কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের ইব্রাহীমের ছেলে ।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানায়, গত রবিবার রাতে কচুয়া থানা পুলিশ ছালেহ মুসাকে পাশ^বর্তী কুমিল্লা জেলার কোতয়ালী থানার আলেখারচর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। পরে গতকাল সোমবার চাঁদপুরের কচুয়া আমলী আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি রেকর্ড শেষে বিজ্ঞ আদালতে হাজির করার মধ্য দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ছালেহ মুসা আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আবুল বাশারকে হত্যা করার কথা স্বীকার করেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) সুদীপ্ত রায় জানান, এটি একটি নৃশংস ঘটনা। ব্যবসায়ী বাশার ও ছালেহ মুসার মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা ছিলো। দুপুরের দিকে বাশারকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে কুমিল্লার দাউদকান্দিতে লাশ ফেলে রাখে বলে জিঞ্জাসাবাদে জানায় ছালেহ মুসা।

ছবিঃ ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে আবুল বাশার দোকানে আসার জন্য নিজ বাড়ি কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর হাজী বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে দোকানে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। রাত ১০টার দিকে তার নিখোঁজের বিষয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ দায়েরের পর পুলিশ তল্লাশি চালিয়ে যাওয়ার এক পর্যায়ে শনিবার রাত ৩টার দিকে কচুয়া বিশ^রোডে অবস্থিত মুসার মাছের আড়তে আবুল বাশারের রক্তভেজা লুঙ্গি, গামছা ও একটি বিছানার চাদরসহ দেওয়ালের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন দেখতে পায়। পরে কচুয়া থানা পুলিশ রবিবার বিকেল ৩টার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামে একটি বস্তাবন্দী গলাকাটা লাশের সন্ধ্যান পায়। এঘটনায় আবুল বাশারের স্ত্রী বাদী হয়ে প্রধান আসামী ছালেহ মুসাসহ ৬জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে গতকাল সোমবার আবুল বাশারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি কোয়া চাঁদপুর গ্রাম থেকে শুরু হয়ে কোয়া,উপজেলা পরিষদ প্রাঙ্গন, কচুয়া বিশ^রোড, পৌর বাজার ও কচুয়া থানা এলাকা প্রদিক্ষণ করে।

সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবুল বাশারের লাশ তার নিজ গ্রামে নিয়ে আসা হলে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কান্না আর আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। বাদ জোহর কোয়া চাঁদপুর হাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে শতশত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার