কচুয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাবরুল হাছান শাহীনের পিতা সমাজ সেবক আবুল বাসার বাচ্ছু (৭০)বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী,৫ ছেলে রেখে গেছেন। বাদ আসর পৌরসভার কোয়া চাঁদপুর বড়বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমর রুহের মাগফিরত কামনা করে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,মরহুমের সন্তান জাবরুল হাছান শাহীন,কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সেহেল ভুইয়া,সাধারন সম্পাদক ইকবাল আজিজ শাহীন,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন রাজু,দপ্তর সম্পাদক জিএম ফরুক, জানাযা শেষে কোয়াচাঁদপুর শাহজী বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমর লাশ দাফন করা হয়েছে। আবুল বাসার বাচ্ছুর মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম রিাজ করছে। আবুল বাসার বাচ্ছুর মৃত্যুতে কচুয়া পৌরসভার মেয়র নাজমুল ্অলম স্বপন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের আবুল বাসার বাচ্ছুর জানাযার একাংশ
Leave a Reply