কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ১ডজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার মধ্যে ৩১ টি পেরসভার ন্যায় কচুয়া পৌরসভায় ইভিএম এর মাধ্যমে নির্বাচন সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।কচুয়া পৌরসভার সাধারন নির্বাচন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৯৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।১নং কেন্দ্র বালিয়াতলী সপ্রাবিতে কান্দারপাড়,কোয়াচাঁদপুর ও বালিয়াতলী গ্রামের ভোটার ২হাজার১০,২ নং কেন্দ্র কোয়াচাঁদপুর সপ্রাবিতে কোয়া,কোয়াচাঁদপুর ,নিলামপাড়াও বাইদেরপাড় গ্রামের ভোটার ২হাজার১শত ৬৪জন, ৩ নং কেন্দ্র কোয়া কোটর্ মডেল সপ্রাবিতে কোয়া, কড়ইয়া, চাড়ালখিল গ্রামের ভোটার ২হাজার৫শত ৮২জন, ৪ নং কেন্দ্র কড়ইয়া ফেরকানিয়া মাদ্রাসায় কড়ইয়া ৪ নং ওয়ার্ডের ১হাজার৯শত ০৪জন, ৫ নং কেন্দ্র চাঁদপুর পলিটেকনিক ইন্সিটিটিউট কড়ইয়া ৫ নং ওয়ার্ডের ভোটার ১হাজার৬শত ৭৪জন, ৬ নং কেন্দ্র কুটিয়া লক্ষীপুর কড়ইয়া ৬ নং ওয়ার্ড ও লক্সীপুর গ্রামের ভোটার ২হাজার৩শত ৯৮জন, ৭ নং কেন্দ্র হযরত শাহ নেয়ামতশাহ উচ্চবিদ্যালয় কড়ইশ ,ধামালুয়াও মাছিমপুর গ্রামের ভোটার ২হাজার২শত ৮৩জন, ৮ নং কেন্দ্র কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হাট কচুয়া ও কড়ইশ গ্রামের ভোটার ৩হাজার ৮০জন, ৯ নং কেন্দ্র কড়ইশ পূর্বপাড়া নুরানী মাদ্রাসা কড়ইশ পূর্বপাড়া গ্রামের ভোটার ১হাজার ০৪জন । ৩ডিসেম্বর রবিবার তফষিল ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি ,যাচাই বাছাই ১৯ জানুয়ারি,প্রার্থাতা প্রত্যাহার ২৬ জানুয়ারি,১৪ ফেব্রয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন ।
Leave a Reply