কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি॥
কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্ত রনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নবীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ উল্লাহ পাটওয়ারী,পরিচালানা পর্ষদের সদস্য মো. তাজুল ইসলাম,দাতা সদস্য স্বাধীন চৌধুরী, পিটিআই কমিটির সভাপতি এয়ার আহমেদ মজুমদার,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সমাজ সেবক মো. কবির হোসেন,সমাজ সেবক রুবেল আহমেদ ও রাসেল পাটওয়ারী প্রমূখ।
একই দিনে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্ত রনিসহ অন্যান্যরা।
Leave a Reply