কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বিশেষ প্রতিনিধি ॥ চতুর্থ ধাপে ৫ জানুয়ারী বুধবার ইভিএম পদ্বতিতে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৬,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ ও ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৫ শত ৩১জন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ১ লক্ষ ২ হাজার ৭ শত ৩জন ভোটাধিকার প্রয়োগ করেন।প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সাবেক উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী ৮ হাজার ১ শত ৪০ ভোট ও ফয়েজ আহমেদ স্বপন ৯ হাজার ৯ শত ৭২ ভোট,জাতীয় পার্টির মাঈন উদ্দিন ২হাজার ৫৯ ভোট পায়।উপজেলা নির্বাচন কমিশন অফিসের নির্বাচন কর্মকর্তা আ: বারিক জানান হিসাব অনুযায়ী চেয়ারম্যান পদে তিন প্রর্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটাধিকার প্রয়োগ করেছে ১ লক্ষ ২ হাজার ৭ শত ২জন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শ্যামলী বেগম ৭হাজর ৪৭ ও সালমা শহিদ ১১হাজার ৯শত ৭৩ ভোট পায় ।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রর্থী শ্যামলী বেগম ও সালমা সহিদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।নির্বাচন অফিস সুত্রে জানা গেছে প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় আইনানুযায়ী ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
ছবি: জামানত বাজেয়াপ্তদের ছবি।
Leave a Reply