কচুয়ায় জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ,বর্ধিত সভা ও গনসংযোগ
কচুয়া বার্তা রিপোর্ট ॥
তৃতীয় ধাপের ২৯মে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা: একেএম শহীদুল ইসলাম। এ সময় তিনি ভোট বর্জন কারীদের উদ্দেশ্যে বলেন ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের আর কোন সুযোগ নেই। সুতরাং ভোট বর্জন না করে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সবাই স্বত:স্ফুর্তভাবে ভোট কেন্দ্রে আসুন। আপনার পছন্দের প্রার্থীকে উপজেলা পরিষদের নেতা নির্বাচিত করতে পারলেই আপনার কথা বলার সুযোগ থাকবে। তাহলেই দেশের গনতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। আমাদের দলের প্রর্থী সুশিক্ষিত ও রাজনীতির সাথে দীর্ঘ ধরে সম্পৃক্ত আছেন। এ নির্বাচনে আমাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এডভোকেট মাঈন উদ্দিন মাইনুকে জয়যুক্ত করার আহবান জানান।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিউল্লাহ শফি। উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব ও ২৯ মে নির্বাচনে চেয়রম্যান প্রার্থী এডভোকেট মাঈন উদ্দিন মাইনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক রুহুল আমিন চৌধুরী,পৌর জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।
আলোচনা ও নির্বাচনী ইশতেহার ঘোষনা শেষে প্রধান অতিথি অধ্যাপক ডা: একেএম শহীদুল ইসলামসহ সবাই কচুয়া পৌর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে নির্বাচনী ইশতেহার ও লিফলেট বিতরণ করে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
ছবি: কচুয়া পৌরবাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে নির্বাচনী ইশতেহার ও লিফলেট বিতরণ
Leave a Reply