কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির সহ ৫জন জেল হাজতে
নিজস্ব সংবাদদাতা ॥ কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির প্রধানসহ ৫জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।১২ মে রবিবার কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির প্রধানসহ ৬জন চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রে আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত ছাত্রদল নেতা ইমরান খান ছাড়া ৫ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। বিবাদীদের আইনজীবী এডভোকেট শাহদাত হোসেন শাওন জানান কচুয়া থানায় ৩০.১০.২৩ তারিখে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধানসহ ৬বিবাদী উচ্চ আদালত হাইকোট থেকে ৬ সপ্তাহের জামিন নেয়। ১২ মে রবিবার জামিনের শেষদিনে চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রে আদালতে বিবাদীগন স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে ছাত্রদল নেতা ইমরান খান ছাড়া বাকী ৫জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার আদেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত বিবাদীরা হলো ১.কচুয়া উপজেলা বিএনপি সভাপতি হুমায়ুন কবির প্রধান,২.বিতারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া,৩.সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আ: রাজ্জাক ভুইয়া,৪.গোহট উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক হোসাইন জাকির,৫.সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন(শাহপরান)।
উল্লেখ: মামলার এজহার মর্মে জানা যায় ৩০ অক্টোবর কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নাশকতার ঘটনায় ২৪জনকে এজহার নামীয় ও অজ্ঞাত ৪০/৪৫জনকে বিবাদী করে ওই সময় কচুযা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৮ জন বিবাদী বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন নিলেও ৬ জন উচ্চ আদালত হাইকোর্ট থেকে জামিন নিয়ে ১২ মে রবিবার জামিনের শেষ দিনে স্বেচ্ছায় আদালতে হাজির হয়। মামলা নং ১৭ তারিখ : ৩০.১০.২০২৩খ্রী:
ছবি : কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবিরসহ গ্রেফতারকৃত ৫ বিএনপি নেতা ।
Leave a Reply