কচুয়ায় ভয়াভয় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২২ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে উপজেলার কাদলা ইউনিয়নের চৌহমুনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়’রা জানান, দোকান ঘর থেকে বৈদ্যুতিক শর্ট শার্কেটের থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ের সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ও বাজার ব্যবসায়ীরা ঘটনারস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ’রা জানান, অগ্নিকান্ডে উত্তম সরকারের ফামেসী ,রতন সরকার ও শুভ চক্রবর্তীর কাপড় দর্জিও দোকান ঘর,বিপদ চক্রবর্তীর দর্জি দোকান ঘর,কাজী হেদায়েত উল্লার রেক্সিন ও ভ্যারাইটিস স্টোর, ও , রফিকুল ইসলামের মনোহরী দোকান ও সজীব শীলের সেলুনসহ ৭টি দোকানে ২০ লক্ষ টাকার ক্ষতিসার্ধিত হয়েছে।দোকানদারগন সরকারি সহযোগীতার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ পেয়ে কচুয়া থানার ওসি মো: ইব্রাহীম খলিল ,চৌমুহনী বাজার পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম স্বপন ,সাধারন সম্পাদক কামাল হোসেন মাষ্টার,ইউপি সদস্য সবুজ হোসেন ফরাজী ও মোশারফ হোসেন ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন।
ছবি: কচুয়ায় চৌহমুনী বাজারে ক্ষতিপ্রস্থ দোকানের একাংশ।
Leave a Reply