কিশোর ও তরুনদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে কচুয়ায় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
১৬ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভ’মি) মো: ইবনে আল জায়েদ হোসেন,পুলিশ পরিদর্মক (তদন্ত) হারুন অর রশীদ,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: মবিন,একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।
উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের প্রদর্শিত বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় কচুয়ায় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান মেলার উদ্বোধন করছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply