1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরষ্কার ও সনদ বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

কচুয়া বার্তা ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হন- কলেজ পর্যায়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক স্কুল পর্যায়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা পর্যায়ে শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন- কলেজ পর্যায়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মাধ্যমিক স্কুল পর্যায়ে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, মাদ্রাসা পর্যায়ে আশ্রাফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলী আক্কাছ সরদার। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন- কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. শাহাদাত হোসেন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জাহিদুল হোসেন ও শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মো. কবির হোসেন। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন- তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৈশাখী রানী সরকার ও শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার