কচুয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, কচুয়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠন ও কচুয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইবনে আল জায়েদ হোসেন , উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির , উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া থানার পক্ষে ওসি মো. মহিউদ্দিন, কচুয়া পৌরভার পক্ষে মেয়র নাজমুল আলম স্বপন ও পুষ্পস্তবক অর্পণ করেণ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বৃক্ষরোপন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত। একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে একটি শোক র্যালি বের হয়ে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এছাড়া কচুয়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মিলাদের আয়োজন করে।
ছবি ঃ কচুয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা পরিষদ ও প্রশাসন।
Leave a Reply