কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক জলপনা কল্পনা। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে গত ১ আগস্ট কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মদ ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল কতৃক ১০ আগস্ট স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন। পত্রে ইউনিয়ন ও পৌরসভায় ৩১ জন কাউন্সিলর ও উপজেলা কমিটির সকল সদস্য এবং ১৫ জন কোঅপ্ট সদস্য কাউন্সিলর হিসেবে গন্য হবে। যাহারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদেরকে কাউন্সিলর করা যাবেনা বলে নির্দেশনা প্রদান করা হয়েছে। কাউন্সিলর তালিকা ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবর প্রেরণ করার জন্য বলা হয়েছে। ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। ওই কমিটি কচুয়ায় সম্মেলনের মাধ্যমে একটি কমিটি উপহার দিবে।
ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অনেকের নাম শোনা যায়। কোন কোন প্রার্থী সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য প্রার্থীতা ঘোষণা করে প্রচার প্রচারনা শুরু করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমর্থন দিয়ে কর্মী সমর্থকগন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার প্রচারনা করছে।
সভাপতি হিসেবে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা চেয়াম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুইয়া, আওয়মী লীগ নেতা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, মোস্তাাফিজুর রহমান জুয়েলের ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের নাম শোনা যাচ্ছে।
সুষ্ঠ কাউন্সিলের মাধ্যমে দলের নির্যাতিত ও ত্যাগী কর্মীরা আওয়ামী লীগের নেতৃত্বে আসুক দলীয় নেতাকর্মীদের এটিই প্রত্যাশা।
প্রসংগত: সর্বশেষ ২০১৩ সালের ২৬ জানুয়ারি হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী এ কমিটি দিয়ে চলছে দীর্ঘ নয় বছর। এ ৯ বছরে বর্তমান কমিটির সম্পৃক্ততার মধ্যেই জাতীয় সংসদীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ছবি: কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের ফাইল ছবি।
Leave a Reply