1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

কচুয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি পরিদর্শন

  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৮৯৫ বার পড়া হয়েছে

কচুয়া পৌরসভার কান্দারপাড় এলাকায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি পরিদর্শন করা হয়েছে। ২ আগস্ট মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ কতৃক শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য ৩ একর ভূমি অধিগ্রহণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালনক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ সরোয়ার জাহান, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান প্রকল্পের পরিচালক মাহবুব মোরশেদ সোহেল (উপ-সচিব), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার,কচুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তানিয়া আক্তার, কাদলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান।
সরজমিনে পরিদর্শন শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, কচুয়া ক্রীড়ামোদী মানুষের বহু দিনের স্বপ্ন একটি স্টেডিয়াম। তা আজ বাস্তবে রূপ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কচুয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম আমাদেরকে উপহার দিয়েছেন। ইতিপূর্বে ভূমি নির্ধারণ করা হয়েছে এবং এখন ভূমি অধিগ্রহনের কার্যক্রম শুরু হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ সরোয়ার জাহান বলেন, কচুয়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি আমরা পরিদর্শন করেছি। অধিগ্রহণ প্রক্রিয়া চলছে, খুব সহসায় কচুয়ায় এটির কার্যক্রম শুরু হবে।
ছবি: কচুয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অনান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার