কচুয়ায় প্রবাসীর বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে । ২৪ জুন শুক্রবার রাত ২ টার সময় উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের কচুয়া-কালিায়াপারা সড়কের পাশে রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ডাকাত দলের ৯ সদস্য ভিতরে প্রবেশ করে । ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা প্রবাসীর মা, স্ত্রী,সন্তানসহ বাড়িতে থাকা মেহমানদের হাত পা বেঁধে পেলে । দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে স্টীলের আলমিরাতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার,নগদ ৫০ হাজার টাকা ও ৪ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায় ।
২৫ জুন শনিবার সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার জানান,আমি আমার সন্তানদেরকে নিয়ে আতঙ্কে আছি । এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান,ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
ছবিঃ কচুয়ার রাজাপুর গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির একাংশ।
Leave a Reply