কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বুধবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ হাজার ২শত কৃষকের মাঝে সার ও ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম। এ সময় তিনি বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিখাতকে আরো সমৃদ্ধ করতে বিনামূল্যে সার বীজ প্রদান করছে ।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাছেম বিল্যাহ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সোফায়েল হোসেন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন প্রমূখ। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন জানান ২০২০-২০২১ অর্থবছরের আউশ প্রনোদনা খরিপ -১ মৌসুমে কৃষক প্রতি ৫ কেজি করে উফশী আউশ ধানবীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি প্রদান করা হচ্ছে। এতে করে ৪ হাজার দুইশত বিঘা জমিতে উন্নত ফলনশীল ধান বীজ উৎপাদন হবে।
ছবি: কচুয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply