মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধে কচুয়া ৩দিনে ১ লক্ষ জনগনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সোহেল রানা জানান অধিক সংখ্যক জনগনকে করোনার ভ্যাকসিনের আওতায় নিয়ে অসার লক্ষ্যে ২৪ ,২৫,২৬ ফেব্রুয়ারি তিনদিনে ১ লক্ষ জনগকে করোনার ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিয়মিত করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া ২৬ ফেব্রুয়ারি শনিবার উপজেলার ১২ টি ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের জনগনকে টিকা দেওয়া হবে। ওই দিন ১২টি ইউনিয়নের ৩৬টি স্থানে স্বাস্থ্যকর্মীগন টিকা প্রদান করবেন। তাছাড়া ওই দিন বঙ্গবন্ধু সরকারি কলেজে ১২ বছর বা তদুর্ধ ছেলে/ মেয়েদেরকে ফাইজার ভ্যাকসিন দেওয়া হবে। টিকাগ্রহনকারীগন জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি /মোবাইর নাম্বার নিয়ে আসলে টিকা নিতে পারবে। সর্বসাধারন সবাইকে টিকা গ্রহন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply