প্রয়াত ড. জালাল আলমগীরের (শুভ) স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, প্রয়াত ড. জালাল আলমগীর শুভ’র পিতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলালউদ্দীন।
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা প্রধানের সভাপতিত্বে উদ্বোধত্তোর আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদউল্লাহ বিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন অন্তর, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দীন প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলায় সেংগুয়া মাহফুজ স্পোটিং ক্লাব আলীয়ারা রাজবাড়ি একাদশ ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে।
ছবিঃ প্রয়াত ড. জালাল আলমগীরের (শুভ) স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, এডভোকেট হেলাল উদ্দীন।
Leave a Reply