কচুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের চলমান কাজে বিভিন্ন অনিয়মের ঘটনায় বৃহস্পতিবার নির্মান কাজ বন্ধ করে দিয়েছে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। ওই দিন ছাত্রলীগের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি উপলক্ষে ওই বিদ্যালয়ে গেলে তিনি নির্মান কাজের বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে নির্মান বন্ধ রাখতে বলেন। তিনি উল্লেখ করেন চাঁদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান কনটেম্পোরী এন্ড অনন্ত টের্ডাস নির্মান কাজে ব্যবহৃত পাথর,বালির কোনটিই মান সম্পন্ন নয়। প্রকৌশলীর তদারকী ছাড়া নির্মান শ্রমিকদের দিয়ে অনুমানের উপর ভিত্তি করে ৬তলা ভবনের কাজ করে যাচ্ছে।পাথর বালি ছাকুনি দিয়ে ছেকে পানি দিয়ে পরিস্কার করে কাজ করার কথা। কিন্তু বাস্তবে তা পরিলক্ষিত হয়নি। সরকারের প্রায় ৬কোটি টাকা ব্যায়ে ঠিকাদার ভঙ্গুর প্রকৃতির ভবন নির্মান করছে।তিনি আরো উল্লেখ করেন ঠিকাদার রনি দুবছর পূর্বে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কম্পিউটার অপারেটর ছিল। সে অধিদপ্তরের লোকজনের সাথে যোগ সাজোশে কাজ নিয়ে নিম্মমানের কাজ করে যাচ্ছে।ভবনের ছাদের ঢালাই রাতের অন্ধকারে লোক চক্ষুর অন্তরালে করে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম জানান নির্মান কাজের বিভিন্ন অনিয়মের বিষয়ে আমি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে অবহিত করেছি। এ ব্যপারে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী নুরে আলম জানান উপজেলা চেয়ারম্যান বা স্থানীয়রা কাজ বন্ধ রাখতে বলেছে তা আমি শুনেছি,তবে কাজ করার সময় আমরা সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করব। নির্মানের মালামালের গুনগত মান ঠিক আছে বলে তিনি দাবী করেন।
অচিরেই ভবনের নির্মানে অনিয়মের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্যে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির শিক্ষা মন্ত্রী ডা: দিপমনি এমপিসহ সংশ্লিষ্টদের হস্থক্ষেপ কামনা করেন ।
প্রসংগত: ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৬কোটি টাকা ব্যয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।
ছবি: কচুয়ার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬তলা ভবনের নির্মান কাজের পাথর,বালি ও ভবনের একাংশ।
Leave a Reply