কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের গুরুত্বপূর্ন মধুপুর ব্রীজটি দিয়ে প্রতিদিন অসংখ্য যান চলাচল করে।স্থানীয়রা জানান প্রয়াত এমপি আলহাজ্ব মিসবাহ উদ্দিন খানের সময়ে প্রায় ৮০ফুট দীর্ঘ মধপুর ব্রীজটি নির্মান করা হয়। ব্রীজের রেলিং ভেঙ্গে যাওয়ায় যান ও জন চলাচলের জন্যে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ব্রীজটিতে রেলিং না থাকার ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করেছে জনগন। ব্রীজের নীচ দিয়ে প্রবল স্রোত বহমান । এ ব্রীজ দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক থেকে শুরু করে সব ধরনের যান চলাচল করছে।স্থানীয়া জানান মধুপুর বাজারে প্রবেশ মুখে ব্রীজটির উত্তর পাড়ে একটি বাঁক রয়েছে যেখানে প্রায় দুর্ঘটনা ঘটে। এই ব্রীজ দিয়ে মধুপুর,মালিগাঁও,ফতেবাপুর,বড়দৈল,আতিশ্বর,বুরবুরিয়া এলাকার প্রায় ২০হাজার জনগন চলাফেরা করে। । অগ্রাধিকার ভিত্তিত্বে ব্রীজটি সংস্কার করার জন্যে এলাকাবাসী সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ সংশ্লিষ্ট দপ্তরের হস্থক্ষেপ কামনা করেছে।
ছবি: কচুয়ার পাথৈর ইউনিয়নের মধুপুর ব্রীজের একাংশ
Leave a Reply