চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি)’র কার্যালয়টির সম্মুখ ভাগের দৃশ্য দেখে যে কারো মনে হবে এ স্বপ্ন নয় সত্যি। এক সময় সহকারি কমিশনার( ভুমি)’র কার্যালয়টির সম্মূখের উন্মুক্ত স্থানটি পরিত্যক্ত, নোংরা ও ঝোঁপ ঝাড়ে পরিপূর্ণ ছিল।আশপাশের বাসা বাড়ি থেকে ময়লা আবর্জনা এনে এখানে ফেলা হত।কিন্ত বর্তমান এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরান হোসাইন সজীবের দৃষ্টি গোছর হলে, নান্দনিকতার ছোঁয়ায় দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়।শৈল্পিক ছোঁয়া দিয়ে সাজিয়েছেন কার্যালয় চত্ত্বরটি। নাম রাখা হয়েছে “তরুবিথী”।এ যেন ইট পাথরের শহরের বুকে এক টুকরো সবুজের ছোঁয়া। গত৯জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আবদুল্লাহ আল মাহমুদ জামান তরুবিথীর উদ্বোধন করেন। শহিদ মুক্তিযোদ্ধা সড়ক দিয়ে যে কেউ যেতেই চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি)র কার্যালয়টির দিকে দৃষ্টি দিচ্ছে। সত্যি এ যেন তরুবিথীতে সাজানো।
ইমরান হোসাইন সজিব জানান, নিজ কার্যালয়ের সামনের অংশটি এক সময় ঝোপ ঝার নোংড়া ছিল। স্থানটি পরিস্কার পরিচ্ছন্ন করে সবুজের ছোঁয়ায় সাজিয়ে তরুবিথী নামদেয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস,পাতাবাহার, বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাঁজিয়ে দিয়েছেন ্এসি ল্যান্ড ইমরান হোসাইন সজিব।
তরুবিথির উদ্বোধন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আবদুল্লাহ আল মাহমুদ জামান
চাঁদপুর থেকে বিশেষ প্রতিনিধি মো: বিপ্লব সরকার
Leave a Reply