বৈশ্বিক পরিস্থিতিতে কচুয়ায় কর্মহীন অসহায়দের মাঝে বেসরকারি সংস্থা পিইপি(প্রোভার্টি ইরাকেশন প্রোগ্রাম)খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই সোমবার সংস্থার দোয়াটি কেআইডিপি কার্যালয়ে ১শত উপকারভোগীদের মাঝে চাল,ডাল,তৈল এবং ৬শত২০টি পরিবারের মাঝে ৪টি করে ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা এবং ব্যাক্তিগত সুরক্ষার জন্যে পরিবার প্রতি ২টি করে মাস্ক বিতরণ করা হয়।
ছবি: কচুয়ায় বেসরকারি সংস্থা পিপিই’র খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণের একংশ
তাছাড়া সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ঢাকা -কচুয়া সড়কে সাজিরপাড় এলাকায় ২কিলোমিটার সড়কে আকাশী গাছের চারা রোপন করা হয়।এ সময় চাঁদপুর জেলা মাঠ সমন্ময়কারী মো: আলাউদ্দিন,কচুয়া উপজেলা সিনিয়র মাঠ সমন্ময়কারী সৈয়দ আহমেদ, মাঠ সমন্ময়কারী মো: মাহবুব আলম, ্ইউনিয়ন মাঠ সমন্ময়কারী মো: মতিন, ও সুমন বিতরণ কার্যক্রমে সহায়তা প্রদান করেন।
চাঁদপুর জেলা মাঠ সমন্ময়কারী মো: আলাউদ্দিন বলেন ,আমরা পিইপির পক্ষ থেকে উপকারভোগী প্রতিটি পরিবারকে আমাদের সাধ্যানুযায়ী সহযোগীতা প্রদান করছি। এ সহযোগীতা অব্যাহত থাকবে।মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী আমরা প্রতিটি বাড়ির অব্যবহৃত জায়গায় ফলজ ,বনজ ওষুধি গাছের চারা রোপনের জন্যে উপকারভোগীদের মাধ্যমে গাছের চারা সরবরাহ করছি।
ছবি: কচুয়ায় বেসরকারি সংস্থা পিপিই’র খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণের একংশ
Leave a Reply