চাঁদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১২ জুলাই রোববার জেলায় ১০১টি রিপোর্ট এর মধ্যে ৩৪ জনের পজেটিভ। আর বাকী ৬৭ জনের নেগেটিভ ।চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস সুত্র থেকে জানা যায় নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৯ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ১০ জন এবং কচুয়া উপজেলায় ৩ জন। এ নিয়ে চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ হাজার ২৮৫ জন। এর মধ্যে ১১ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮১ জন। মারা গেছেন ৬৬ জন।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১ হাজার ২৮৫ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় সনাক্ত হয়েছেন ৪৯৭ জন, হাইমচর উপজেলায় ৯৩ জন, মতলব উত্তর উপজেলায় ৮১ জন, মতলব দক্ষিণে ১৪৯ জন, ফরিদগঞ্জে ১৫৩ জন, হাজীগঞ্জে ১৩০ জন, কচুয়ায় ৫৪ জন, শাহরাস্তিতে ১২৮ জন।মৃত ৬৬ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচরে ১ জন।
Leave a Reply