কচুুয়া উত্তর ইউনিয়নের নাহারা -বরুচর -চান্দিনা সড়কের বেহাল দশা পাকাকরনের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে ওই সড়কের নাহারা নুরানী মাদ্রসার সামনের সড়কে স্থানীয় জনগন সামাজিক দুরুত্ব বজায় রেখে রাস্তা পাকা করনের দাবীতে মানব বন্ধনের আয়োজন করে। নাহার আবুল মার্কেট থেকে বরুচর হয়ে ৩কিলোটিার আঞ্চলিক সড়কটি চান্দিনা উপজেলার নবাবপুর বাজারের সাথে মিলিত হয়েছে।
ছবি: কচুয়ার নাহারা -নবাবপুর সড়কের একাংশ ।
নাহারা,বরুচর,তেতৈয়া,লতিফপুর,কড়ইয়া,উজানীসহ প্রায় ২০ গ্রামের ৫০হাজার জনগনের চলাচলের একমাত্র সড়কটিতে কোন প্রকার কাজ না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫টি মাদ্রসা ও ১টি উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র ছাত্রী ও জনগন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়ত করে। প্রায় ৬০বছরের পুরাতন এই সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ার কারনে, এলাকায় বসবাসরত জনগন আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্ষার মৌসুমে পায়ে হেঁটে চলাচল করতে গিয়েও দুর্ঘটার শিকার হতে হয়।
ওই এলাকার বাসিন্দা উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নাছির উদ্দিন জানান সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি নির্বাচনী প্রতিশ্রুতি দিলেও অদ্যবধি সড়কটি পাকাকরনের কার্যক্রম চালু হয়নি।
ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আমির হোসেন মাস্টার বলেন সরতটি পাকা করনের ব্যাপাওে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বারবার তাগিদ দিলেও কোন প্রকার কার্যাকর ব্যবস্থা গ্রহন করেননি।
বাজার ব্যবসায়ী মাওলনা কাউছার জানান স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলেও তিনি সড়কটি পাকাকরন বা জনগনের চলাচলের জন্যে কার্যত কোন পদক্ষেপ গ্রহন করেননি।
এলাকাবসিী জনচলাচলের সুবিধা বিবেচনা করে অচিরেই রাস্তাটি পাকাকরনের জন্যে সাবেক সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।
ছবি: কচুয়ার নাহারা -নবাবপুর সড়কটি পাকা করনের দাবীতে মানববন্ধন ও চলাচলের সড়কের একাংশ ।
Leave a Reply