কচুয়ায় সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হাফেজ এনামুল(২৪)কে পিটিয়ে খুন করা হয়েছে। ২৯ মে শুক্রবার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের লইয়া মেহের পাঁচধরা গ্রামে এ খুনের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান পাঁচধরা লইয়া মেহের শিকারী বাড়ির মজিবুর রহমানের ছেলে হাফেজ এনামুল হক তার চাচাতো ভাই নোমানসহ সকাল সাড়ে ৮টার সময় পাশ্ববর্তী বাইছারা বাজার থেকে রওয়ানা হয়ে বাড়ি নিকটবর্তী ব্রীজের নিকট আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ১০/১৫জন সন্ত্রাসী তাদের পথরোধ করে।লাঠিসোটা দিয়ে পিটিয়ে বেধরক মারধর করে। ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে এনামুল মারা যায়। সংবাদ পেয়ে কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ থানায় নিয়ে আসে। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাফেজ এনামুল হকের পিতা মজিবুর রহমান জানান একই বাড়ির মৃত দুধ মিয়ার ছেলে আলমগংদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে মামলা রয়েছে।
ছবি: নিহত এনামুল হক।
Leave a Reply