শিক্ষা ও চাকুরী, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী,নির্যতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা,সমাজ উন্নয়নে অসামন্য অবদানের স্বীকৃতিসরুপ কচুয়ায় নির্বাচিত ৫ জয়িতাকে সম্মানানা প্রদান করো হয়েছে।৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে,বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা ও জয়িতাদের সম্মানা প্রদান করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম ,বিশেষ অতিথি সিনিয়র সহকারি পুলিশ সুপার আহসান হাবীব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্ত্তী ,নির্বাচিত জয়িতা রাবেয়া বেগম ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভ’মি) একি মিত্র চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,গ্রামীন আদালতের ডিষ্ট্রিক ফ্যাসিলেটেটর নিকোলাস বিশ্বাস প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ৫ জয়িতাকে সম্মনানা স্বরুপ ক্রেষ্ট,সনদ ও উপহার সামগ্রী প্রদান করেন।
ছবি : কচুয়া জয়িতাদেরকে সম্মনান স্বরুপ ক্রেষ্ট,সনদ ও উপহার সামগ্রী বিতরণ করছেন অতিথি বৃন্দ ।
Leave a Reply