কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি মো কবির হোসেন মজুমদার ও মো: সোহাগ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার বিকেলে কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যারয় প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
সম্মেলনে সভাপতি পদে মো: কবির হোসেন মজুমদার ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ ডা: জসিম উদ্দিন ৯৮ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মোঃ সোহাগ খান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আ: হালিম পাটওয়ারী পায় ৫৬ ভোট । নিবার্চন শেষে ফলাফল ঘোষণা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ফলাফল ঘোষনার পর নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের হাতে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বই তুলে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারি, সহ-সভাপতি কামরুননাহার ভূইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু,সহ দপ্তর সম্পাদক মো; কবির হোসেন ,সদস্য আবুল খায়ের মজুমদার,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মোফাচ্ছল খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি: ইব্রাহীম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ছবিঃ বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সাথে বিজযী সভাপতি ও সাধারন
Leave a Reply