চাঁদপুর শহরের মেঘনা নদী দেখতে গিয়ে মেঘনা নদীর মোহনার মোলহেডে বজ্রপাতে কচুয়ার একই পরিবারের স্ত্রী,ছেলে,মেয়ে ও শাশুড়িসহ ৪জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ চাদপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলো কচুয়া উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের কাঠমিস্ত্রী সাইফুলের স্ত্রী রেহেনা বেগম ৩৫, বড় ছেলে সাব্বির (১৪), মেয়ে সামিয়া (১০) ও শাশুরি চান্দিনা উপজেলার কৈইলান গ্রামের অহিদা বেগম(৬৫)।
জানাগেছে ৬ অক্টোবর -রোববার সকালে কচুয়া উপজেলার আন্দিরপাড় গ্রামে কাঠমিস্ত্রী সাইফুল কাজে বেড় হয়ে গেলে, সাইফুলের স্ত্রী রেহেনা, তার ছেলে, মেয়ে ও শাশুড়িকে নিয়ে চাঁদপুর শহরের মেঘনা নদী দেখতে যায়।
দুপুর দেড়টার সময় মেঘনা নদীর মোহনার মোলহেডে এসে ঝড়ো বৃষ্টির মধে পড়ে। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে ৪জন ঘটনাস্থলেই মারা যায়।
ওই সময় মোলহেডে ঘুরতে আসা স্থানীয় যুবকরা দেখেতে পেয়ে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজাউদ্দোলা তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুপুর প্রায় আড়াইটার সময় চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমানখান বজ্রপাতে নিহতদের খবর শুনে হাসপাতালে ছুটে যান। এ সময় প্রতিটি মৃত মানুষের দাফন করার জন্য জেলা প্রশাসকের তহবিল থেকে প্রতিজনকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
বজ্রপাতে মারা যাওয়ার সংবাদে কচুয়া উপজেলার আন্দিপাড় গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে শোকের মাতম বিরাজ করছে।
ছবিঃ চাঁদপুর শহরের মেঘনা নদী দেখতে এসে মেঘনা নদীর মোহনা মোলহেডে বজ্রপাতে কচুয়ার একই পরিবারের স্ত্রী,ছেলে,মেয়ে ও স্বাশুড়িসহ ৪জন নিহতদের ছবি ও ফাইল এবং স্বজনদের আহাজারী।
Leave a Reply