কচুয়া উপজেলার গ্রামীন সড়কে কাজের অনিয়মে দূর্নীতি দমন কমিশনের অভিযোগে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ নির্মাধীন সড়কটি পরিদর্শন করছেন। ২৪ জুলই বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ঢাকার ঠিকাদার মেসার্স এ্যপোলো ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্টাকশন লিঃ এর নির্মানাধীন কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ৪ কিলোমিটার কাচা রাস্তা পাকা করনের সড়কের কাজের মানের বিষয়ে এলাকার স্থানীয় জনগন ও গন্যমান্যব্যক্তিবর্গদের মতামত গ্রহন করেন ও কাজের গুনগত মান পরিদর্শন করেন।
কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ৪ কিলোমিটার কাচা রাস্তা পাকা করনকালে দুইদিনের মাথায় পিচঢালাই রাস্তা কার্পেটের মত উঠেযাওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দূর্নীতি দমন কমিশনের অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশেক্রমে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তদন্ত করেন।
পরিদর্শনকালে স্থানয়রা জানান,ইতিপূর্বে সড়কের কাচা রাস্তা পাকা করনের নানা অনিয়ম ও নিন্মমানের উপকরন দিয়ে কাজ করায়, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরে হস্থক্ষেপে চাঁদপুরর জেলা নির্বাহী প্রকৌশলীর তদারকিতে ঠিকাদার ভালভাবে রাস্তার কাজটি সম্পন্ন করে জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির,উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন,উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ,ঠিকাদারের প্রতিষ্ঠানের প্রতিনিধি আঃ মুমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদ মোঃ আলমগীর তালুকদার,ইউপি সদস্য ওবায়েদুল হক ও সমাজসেবক জহিরুল ইসলামসহ এলাকার স্থানীয় জনগন।
ছবিঃ কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ৪ কিলোমিটার কাচা রাস্তা পাকা করন কাজের অনিয়মে দূর্নীতি দমন কমিশনের অভিযোগে কচুয়ার নির্বাহী অফিসার নীলিমা আফরোজের নির্মানাধীন পরিদর্শনের একাংশ।
Leave a Reply