চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেছন সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানি আর না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি দুষ্ট চক্র কাজ করছে। তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে সকল স্কুল কলেজ মাদ্রাসা ,কওমী মাদ্রসার শিক্ষক, পরিচালনা পর্ষদের ভ’মিক রয়েছে।তাছাড়া ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা কমিটির কার্যক্রম গতিশীল করার আহবান জানান। তিনি ১০ জুলই বুধবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তরন মাদক,ধর্ষন,যৌনহয়রানি,বিদ্যুতস্পুষ্ট ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন ।
ছবি১: কচুয়ায় বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাষক (সার্বিক) মোহাম্মদ শওকত
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারি কমিনার (ভূমি) রুমনদের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি ওয়ালি উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, মাধ্যমিক শিক্ষাঅফিসার সাইদুর রহমান, কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,প্রধান শিক্ষক শহীদ উল্যাহ, ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি,ওসমান গনি মোল্লা, চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি কচুয়া জেনাল অফিসার ডিজিএম জাহাঙ্গীর আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার পমূখ।
Leave a Reply