জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কচুয়ায় “মুজিব বর্ষ ২০২০ : ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমাদের করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জুলাই মঙ্গলবার কচুয়া উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
সেমিনারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের বিভিন্ন দপ্তরের সাফল্যের চিত্র তুল ধরে প্রজেক্টারের মাধ্যমে সচিত্র প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মোশারফ হোসেন।
এসময় সেমিনারে বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রাণী চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এএইচ এম শাহরিয়ার রসুল,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়াবার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার ,সাবেক শিক্ষক সনতোষ চন্দ্র সেন প্রমূখ।
ছবি: কচুয়ায় “মুজিব বর্ষ ২০২০ : ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আমাদের করনীয়” শীর্ষক সেমিনারের একাংশ।
Leave a Reply