1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

কচুয়ায় ওয়ালটন পন্যের ডিজিটাল ক্যাম্পেইন

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ২৪৪২ বার পড়া হয়েছে

”আমারা সেরা ছিলাম,আমরা সেরা আছি ,আমরা সেরা থাকব,”এ স্লোগানে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সারা দেশব্যাপী ওয়ালটন কোম্পানীর বিভিন্ন পন্যের উপরে কোটি টাকা ক্যাশভাউছার ডিসকাউন্টসহ বিভিন্ন অফারকে সামনে রেখে কচুয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।৩০জুন রবিবার উপজেলার রহিমানগরে অবস্থিত কোম্পানীর পরিবেশক এল.এস ইলেকট্রনিক্স গ্যালারি প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালী বের হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ন সড়কপ্রদক্ষিন শেষে এল.এস ইলেকট্রনিক্স গ্যালারিতে মিলিত হয়।ক্যাম্পেইন উপলক্ষে বাদ্য যন্ত্র বাজিয়ে গাড়িতে প্লে-কার্ড পেস্টুন,রঙ্গিন ছাতা,গেঞ্জি ক্যাপ পরিধান করে সমগ্র বাজারের মানুষের দৃষ্টি আকর্ষন করা হয়।
এসময় র‌্যালীতে অংশগ্রহন করেন ওয়ালটন কোম্পানীর  প্রধান কার্যলয়ের ডেপুটি এরিয়া ম্যানাজার মোঃ রায়হান, এল.এস ইলেকট্রনিক্স গ্যালারির সত্বাধিকারী মোস্তাফিজুর রহমান লিটন,ওয়ালটন কোম্পানীর কচুয়া অঞ্চলের সাব -ডিলার মোঃ আলমগীর পাটোয়ারী,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার,ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী,সহসভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম বাবুলসহ ওয়ালটন কোম্পানীর বিভিন্ন উপজেলার ডিলার,সাব ডিলার ,গ্রাহক ,সাংবাদিক,জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

walon 2ছবি: কচুয়ার রহিমানগরে  ওয়ালটন পন্যের ডিজিটাল ক্যাম্পেইনের একাংশ
একই দিনে ওয়ালটন ও স্থানীয় বন্ধন রক্তদান সংস্থার উদ্যোগে  বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয় ।
ক্যাম্পইন শেষে এল.এস ইলেকট্রনিক্স গ্যালারির সত্বাধিকারী মোস্তাফিজুর রহমান লিটন ওয়ালটন পণ্যের ডিজিটাল ক্যাম্পেইন সর্ম্পকে  বলেন, আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে প্রায় সব পন্যে বিশাল ডিসকাউন্ট দিতেছি কোম্পানীর প্রচার বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের রহিমানগারের  এল.এস ইলেকট্রনিক্স গ্যালারির  পশাপাশি সব শোরুমে গ্রহকের চাহিদানুযায়ী প্রোডক্ট ও সেবা চলমান থাকবে। ডিসকাউন্টের সুযোগ নিতে সকল গ্রাহকদের অনুরোধ করছি।

kachua photo 1
ছবি: কচুয়ার রহিমানগরে  ওয়ালটন পন্যের ডিজিটাল ক্যাম্পেইনের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার