বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তাবায়ন ও সোনার বাংলা গড়তে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন সোমবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান মন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় দিনব্যাপী কর্মশালায় টেলিকনফারেন্স এ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহী ,উদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে মূখ্যআলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ শওকত ওসমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
কর্মশালায় ফ্যাসিলেটেটর হিসেবে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন,মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম,মতলব (উঃ) উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শুভাশীষ । দিন্যব্যাপী কর্মশালায় ,কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফুর রহমান,কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দিন চৌধুরী,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, শিক্ষক, জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সাংবাদিক,ব্যবসায়ী,শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
ছবিঃ উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এসডিজির বাস্তবায়ন কর্মশালায় বক্তব্য রাখছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শওকত ওসমান।
Leave a Reply