1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

কচুয়ায় দুর্লভ মূল্যাবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৯৬০ বার পড়া হয়েছে

কচুয়ায় দুর্লভ  কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার কচুয়া পৌরসভার করইশ গ্রামের পূর্বপাড়া বিলকিছ কমিশনার বাড়ির পুকুরে ওই গ্রামের মৃত আবুল   হোসেমের ছেলে অলি উল্যালহ,ওসমান ও একই গ্রামের হানিফের ছেলে আমির হোসেন মাটি কাটতে গেলে মূর্তি দেখতে পায়। সংবাদ পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার সার্কেল(কচুয়া) শেখ রাসেলের নেতৃত্বে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ,কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল ও এসআই হুমায়ন স্থানীয় লোকজনের সহযোগীতায় অভিযান পরিচালনা করে মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করে।২৫  শনিবার এবিষয়ে কচুয়া থানা প্রশাসান সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সংবাদিকদের উদ্দেশ্যে সিনিয়র এএসপি সার্কেল(কচুয়া) শেখ রাসেল বলেন,স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে ৩৮ ইঞ্চির উচ্চতা,১৯ ইঞ্চির চওড়া ও প্রায় ৮২ কেজি ওজনের মুল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করি। তবে এটা কষ্টি পাথরের মূর্তি কিনা তা আমরা পরীক্ষা নিরাক্ষা করে বলতে পারবো। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

Screenshot_20190525-234625
ছবিঃ কচুয়া থানায় উদ্ধার কৃত মুল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি ও পাশে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এএসপি সার্কেল(কচুয়া) শেখ রাসেল ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার