কচুয়ায় গ্রামীন সড়কে কাজের অনিয়ম ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়ায়,কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরে হস্থক্ষেপে অবশেষে চাঁদপুরর জেলা নির্বাহী প্রকৌশলীর তদারকিতে ভালভাবে এগিয়ে চলছে সেই নব নির্মিত ত্রুটিপূর্ন ফাঁকা রাস্তার কাজ।
২০ মে সোমবার সরেজমিনে গিয়ে জানাযায় উপজেলার মনপুরা গ্রামের ভিতরে ২০১৫- ২০১৬ অর্থ বছরে আড়াই কিলোমিটার সড়কে ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে কাঁচা রাস্তা পাকা করনের কাজ চলছিল।ঠিকাদার কাজের শুরু থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের ইট সামগ্রী (উপকরণ) দিয়ে কাজ শুরু করার ফলে দুই দিনে নব নির্মিত সড়কের পিছসহ অন্যান্য কাচামাল উঠে গিয়ে ফাঁকা হয়ে যায় রাস্তা । এসময় স্থানীয়রা বিষয়টি প্রতিবাদ করে ফেসুবকসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ তুলে ধরে।
বিষয়টি উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের দৃষ্টিগোচর হলে তিনি সরেজমিনে পরিদর্শন করে চাঁদপুর জেলা প্রকৌশলী ও কচুয়া উপজেলা প্রকৌশলীকে রাস্তার অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
ফলে রবি ও সোমবার দুদিন চাঁদপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবর রহমানের সার্বিক নির্দেশনায় কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন একটি বিশেষ টিমের মাধ্যমে ভালভাবে ওই সড়কের কাজ করে চলছেন ।
স্থানীয়রা জানান ফেসবুকে ভাইরাল হওয়ায় ও উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের হস্তক্ষেপে কাজের অগ্রগতি হয়েছে ফলে তারা বর্তমান কাজের জন্য সরকার প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
কচুয়া: কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ভিতরে আড়াই কিলোমিটার রাস্তার মনপুরা ফাযিল মাদ্রাসার সামনের সড়কে ঢালাই শেষে কাজ পরিদর্শন করছেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। ছবিটি গতকাল সোমবার সকালে তোলা।
Leave a Reply