1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

কচুয়ায় ফনির আঘাতে ২৫ টি ঘর বিধস্ত দুইজন আহত

  • আপডেট : শনিবার, ৪ মে, ২০১৯
  • ৮৪০ বার পড়া হয়েছে

কচুয়ায় ঘূর্ণিঝড় ফনির আঘাতে দুই ব্যক্তি আহতসহ বিভিন্ন এলাকায় অনন্ত ২৫টি ঘর বিধস্ত হয়েছে।৪মে শনিবার সকাল ৬টার দিকে টর্নেডো আকৃতির এ ঝড়ে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়ন ,পালাখাল মডেল ইউনিয়ন ,আশ্রাফপুর ইউনিয়ন ,পশ্চিম সহদেবপুর ইউনিয়নে টিনের বসতঘর ও পাকঘর বাতাসে উড়িয়ে নিয়ে যায় হয়।গোহট দক্ষি ইউনিয়নের পাড়াগাঁও,গোবিন্দপুর  গ্রামে ১৭টি ,আশ্রাফপুরে ইউনিয়নের চক্রা গ্রামে ২টি, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে ১টি ও  পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে ১টি বসত ঘর বিধস্থ হয়েছে। তাছাড়াবিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ায় বেশকিছু গাছপালা ভেংঙ্গে পেলেছে। ঘর বিধ্বস্ত হয়ে আহতরা হচ্ছেন, গোহট দক্ষি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের দাস বাড়ির নুর মোহাম্মদ (২০) ও সাবানির বাড়ির সাইফুল ইসলাম (২৮)।

kac photo 2
সংবাদ পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন  চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভুইয়া,গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ শাহরিয়ার শাহীন ,ইউপি সদস্য জহির মোল্লা,বিল্লাহ হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ  জানান  ক্ষতিগ্রস্থদের  তালিকা তৈরী করে তাদেরকে টিন প্রদানের কাজ শুরু হয়েছে ।

kac photo
ছবিঃ কচুয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন,  নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ও চাঁদপুর জেলাপরিষদের সদস্য মোঃ সালাউদ্দিন ভূইঁয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার