কচুয়ার রহিমানগরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২মে বৃহস্পতিবর কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের আয়োজনে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেল। এ সময় তিনি বলেন ,মাদক সমাজের সকল অপরাধের মূল সুত্র। মাদক চুরি,ডাকাতি,ছিনতাই ও ইভটিজিংয়ের মত অপরাধের জন্ম দেয়।বাবা মা সচেতন হলে ছেলে মেয়েরা কখনই মাদকের মত ভয়াবহ ড্রাগে আসক্ত হতে পারেনা। এর বিরুদ্বে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে সমাজ থেকে মাদক দুর করা সম্ভব হবে।
গোহট দক্ষিন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো: শহীদ উল্লাহর সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহজাহান কামাল, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভুইয়া,ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন প্রমূখ।
এসময় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply