পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের কচুয়া উপজেলা পরিষদের ৩য় ধাপে নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের বিশেষ সভায় কচুয়ার উন্নয়নে নব নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হায়দার আলীর পরিচালনায় কচুয়া উপজেলা পরিষদের প্রথম কার্য দিবসে বক্তব্য রাখেন দ্বিতীয় বারের মত বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,সহকারি কমিশনার (ভ’মি) রুমনদে, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,চাঁদপুর জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ:মবিন ডেপুটি কমান্ডার জাবের মিয়া,ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি,মোস্তাফিজুর রহমান জুয়েল,কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক প্রানধন দে , পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন প্রমূখ । এ সময় উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের প্রথম সভায় উপজেলা চেয়রম্যান মো: শাহজাহান শিশির আগামী পাঁচ বছরের জন্যে মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম প্যানেল চেয়াম্যোন-১ ও ভাইস চেয়ারম্যান মাহবুব আলমকে প্যানেল চেয়াম্যোন-২ এর নাম ঘোষনা করেন।
Leave a Reply