ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান করার লক্ষে কচুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে ।১ মে বুধবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উপজেলার ১শত২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শত৩৪টি সাউন্ড সিস্টেম ও ৮৪টি বিদ্যালয়ে ৮৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,সহকারি কমিশনার(ভ’মি) রুমন দে, উপজেলা শিক্ষা অফিসার এএইচএম রসুল,চাঁদপুর জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম,সাধারন সম্পাদক মো: কামাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল,চাঁদপুর পলিটেকনিক ইন্সিটিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন সজীব প্রমুখ ।
ছবি: কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply