টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ক্ষমতাবান ১০০ জন’ নির্বাচনে অনলাইন পাঠকদের ভোটে নরেন্দ্র মোদীর চেয়ে এগিয়ে আছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ‘হ্যাঁ’ ভোট প্রাপ্তির দৌঁড়ে অরবিন্দ কেজরিওয়াল পেছনে ফেলেছেন বিজেপি প্রধান নরেন্দ্র মোদীকেও।
মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া ভোটের তথ্যমতে ৩১ লাখ ৬৮ হাজার ৩০৮ জন পাঠক কেজরিওয়ালকে ভোট দিয়েছেন। যার মধ্যে ‘হ্যাঁ’ ভোটের পরিমাণ ৭১.৫ শতাংশ এবং ‘না’ ভোট ২৮.৫ শতাংশ।
অপরদিকে মোদীকে ৫০ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন ভোট দিলেও তার ‘না’ ভোটের পরিমাণ ৫০.৩ শতাংশ এবং ‘হ্যাঁ’ ভোটের পরিমাণ ৪৯.৭ শতাংশ।
ভোটে দেখা যায়, নরেন্দ্র মোদী অন্যান্য প্রার্থীদের চেয়ে বেশি পরিমাণ ‘না’ ভোট পেয়েছেন।
প্রতিবছর টাইম ম্যাগাজিন বিশ্বের ক্ষমতাবান ১০০ জনের তালিকা প্রকাশ করে আসছে। প্রকাশের আগে ম্যাগাজিনটি নির্বাচিত ১০০ জনের ব্যাপারে ভোটের মাধ্যমে পাঠকদের মতামত যাচাই করে নেয়।
বরাবরের মতো এবারও তালিকার প্রথম দিকে বিনোদন জগতের স্টাররা দখল করে আছেন। তালিকায় কেজরিওয়াল ও মোদীর পর মিশরের সামরিক প্রধান আবদুল ফাতাহ সিসি রয়েছেন।
কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ৯৬ হাজার ৭০ ভোট পেয়ে তালিকার ৪০ নম্বরে আছেন।
Leave a Reply