মিসরের রাজধানী কায়রোয় ট্রাফিক পুলিশের বুথে এক বোমা বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকালে দেশটির মহাদেশিন অঞ্চলে এ ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মহাদেশিন এলাকার ব্যস্ত লেবানন স্কয়ারে বিস্ফোরিত ওই বোমায় মোহাম্মদ গামাল এদ্দিন নামের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
এক নিরাপত্তা কর্মী জানায়, পুলিশ বুথের ভেতরে আগে থেকেই বোমা পেতে রাখা হয়েছিলো। স্থানীয় সময় রাত ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। এ সময় একজন সিনিয়র পুলিশসহ আরও তিনজন আহত হয়।
তবে অন্য এক কর্মকর্তা ভিন্ন তথ্য দিয়ে বলেন, পাশের ব্রিজ থেকে পুলিশ বুথ লক্ষ্য করে অজ্ঞাত এক দুর্বৃত্ত বোমাটি নিক্ষেপ করে। পুলিশ ওই এলাকা সিলগালা করে আর কোনো বোমা পেতে রাখা আছে কিনা পরীক্ষা করে দেখছে।
এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকার এই হামলার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেছে
Leave a Reply