আলজেরিয়ায় আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিরোধীদলের নির্বাচন বর্জন এবং ভোট জালিয়াতির আশঙ্কার মধ্যে হতে যাওয়া এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকাই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে হাজার ভোট কেন্দ্রের নিরাপত্তায় দুই লাখ ৬০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ কোটি ৩০ হাজার। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয় জন প্রার্থী।
৭৭ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন ১৯৯৯ সালে। এবার চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে লড়ছেন তিনি। নির্বাচনে তাকেই সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
গুরুতর অসুস্থ বুতেফ্লিকা এবার সশরীরে নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি। তবে আলজেরিয়ার সংবিধান অনুযায়ী আলজিয়ার্সের একটি ভোট কেন্দ্রে সশরীরে ভোট দেবেন তিনি।
নির্বাচনের আগের সপ্তাহগুলোতে দেশের কয়েক স্থানে বিক্ষিপ্ত নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা ঘটেছে।
Leave a Reply