কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
বিশেষ প্রতিনিধি⥮
কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয় ঘটেছে।এইচএসসিতে ৯টি কলেজ থেকে ১৮৫৬জন শিক্ষার্থী অংশগ্রহন করে মাত্র ১৫ জন জিপিএ-৫সহ ৫৫১জন কৃতকার্য হয়।পাসের হার শতকরা ৩১.৩৭ভাগ। ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ থেকে ১৭২ জন ছাত্রী অংশগ্রহন করে ০৬জন জিপিএ-৫ সহ ১৪৮ জন কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৮৬ %। বরবরের মত এবারও প্রতিষ্ঠানটি ফলাফলের শীর্ষে রয়েছে । আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ২১৫ঁ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে ০৩জন জিপিএ-৫ সহ ৮৩ জন কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৩৮.৬ %। চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ৭০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে ০১জন জিপিএ-৫ সহ ১৪ জন কৃতকার্য হয়। পাশের হার শতকরা ২০ %। কচুয়া সরকারি কলেজ থেকে ২৬০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে ০১জন জিপিএ-৫ সহ ৭৮ জন কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৩০ %।
অপরদিকে ১৪ মাদ্রাসা থেকে ৩৬৮জন শিক্ষার্থী অংশগ্রহন করে মাত্র ০৩ জন জিপিএ-৫সহ ২৪৪ জন কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৬৬ ভাগ।কাদলা ফাজিল মাদ্রাসা থেকে ৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয় ৪৫জন। পাশের হার ৯৭.৮৩ ভাগ।
Leave a Reply