কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪
বিশেষ প্রতিনিধি ⥮
কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধে ১ জন টেডা বিদ্ধসহ ৪ জন আহত হয়েছ। আহতরা হলো পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের আবু হানিফের ছেলে ফয়েজ, বিল্লাল হোসেন, বিল্লাল হোসেনের ছেলে ইকবাল হোসেন ও শুকুর আলী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ফতেবাপুর গ্রামের হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিল্লাল হোসেন জানান, আমার অপর ৫ ভাইদের সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। সকাল ৮ ঘটিকার সময় আমার ছোট ভাই মান্নান দলবল নিয়ে আমার আলাদা বাড়ির গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে আমার ছেলে কলেজ ছাত্র শুকুর আলীর মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ও অন্যদেরকে মারধর করে।এতে আমি ও আমার দুই ছেলে শুকুর এবং ইকবাল হোসেন আহত হই। হামলা ঠেকাতে গিয়ে আমার ছেলে শুকুর আলী আমার ছোট ভাই ফয়েজকে দেশীয অস্ত্র টেডা দিয়ে পেটে আঘাত করে।
এ ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ৩ জনকে হাসপাতালে ভর্তি করে, টেডা বিদ্ধ ফয়েজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply