হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা ॥
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার কচুয়ার কোয়াচাঁদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানা মিলনায়তনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপমহাদেশের প্রখ্যাত হাফেজে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আব্দুল হক।
কচুয়া জামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কচুয়া শাখার সভাপতি মাওলানা ক্বারী শরীফুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন,উজানীর পীর সাহেব হযরত মাওলানা আশেক এলাহী।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন,নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস মাওলানা নুরুজ্জামান, কচুয়া মডেল মসজিদের খতিব মাওলানা ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন,কাপিলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাও.নূরুল ইসলাম, সাচার মাদ্রাসার মুহতামিম মাও.আবু হানিফ,ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠাপোষক,জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলমের ছেলে আবু নাঈম আব্দুল্লাহ,ফাউন্ডেশনের কচুয়া শাখার সহ-অর্থ সম্পাদক মাও.ইউনুছ আব্দুল্লাহ। কুরআন হেফজ ভিত্তিক ৫ম,১০ম,২০তম ও ৩০তম পারা এই চারটি গ্রুপে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় পুরস্কার প্রদানের জন্য ৮৫জনকে নিবাচিত করা হয়। ৩০তম পারা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন,পনশাহী আবুল বাসার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আব্দুল্লাহ আল ফাহিম। দ্বিতীয় পুরস্কার লাভ করেন চানপাড়া জিকরুল্লাহ হিফজুল মাদ্রাসার হুজাইফা ও তৃতীয় পুরস্কার লাভ করেন,খাজুরিয়া লক্ষ্মীপুর সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মিরাজ হোসেন। একই অনুষ্ঠানে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার ১৪ জন কুরআন হাফেজকে পাগড়ী প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply