কচুয়ায় জেলাপ্রশাসকের নেতৃত্বে শারদীয় দুর্গা মন্দির পরিদর্শণ
অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন
নিজস্ব সংবাদদাতা ⥮
সনাতন ধর্মম্বলম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন । ১ অক্টোবর বুধবার বিকেলে কোয়া পোদ্দার বাড়ি পূজা মন্ডপ, কড়ইয়া পূজা মন্ডপসহ বেশ কয়েকটি দুর্গা মন্দির পরিদর্শন করেন।পরিদর্শণশালে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ও বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বীরের অধিনায়ক মো; মোয়াজ্জেম হোসেনও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন বলেন , অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সনাতন ধর্মম্বলম্বীদের এ উৎসবে রাস্ট্র সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে। যেহেতু সবাই মিলে এ উৎসবটি পালনে সহযোগীতা করছে তাই এটি সার্বজনীন। প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ পর্যন্ত সবাই মিলে সহযোগাতা করবেন।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে মিলে যে পরিবেশ সৃষ্টি করেছে এটিই রাজনীতির সৌন্দর্য। সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সবাই আপনাদেরকে সহযোগীতা করছে।
সেনাবাহিনীর ২১ বীরের অধিনায়ক মো: মোয়াজ্জেম হোসেন বলেন সবার সর্তকতার কারনে এ বৃহৎ উৎসবটি সুন্দরভাবে চলছে। আমি আশা করি বৃহস্পতিবার সুন্দরভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবটি সম্পন্ন হবে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) মো. আবু নাছির,সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল মো. আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম,জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভূষন মজুমদার, সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র সাহা,হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তোষ পোদ্দারসহ মন্দির কমিটির সভাপতি,সম্পাদক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ছবি: কচুয়ায় শারদীয় দূর্গ মন্দির পরিদর্শণকালে বক্তব্য রাখছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মহসিন উদ্দিন।
Leave a Reply